লক্ষ্মী লাভ মৎস্যজীবীদের

দীর্ঘদিন ধরে করোনার পরিস্থিতি দিঘা মোহানা মাছের অবস্থা খুবই খারাপ ছিল ,আজ দিঘা মোহানা বিশ্বেশ্বরী ট্রলারে উঠে আসে ১২০ পিস তেলিয়া ভোলা মাছ ।প্রত্যেকটি ওজন ১৫ থেকে ২০ কিলো এবং এই মাছ কখনো ৪ হাজার থেকে ১০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।. সেই জায়গায় ভুবন বেরার কাঁটায় বিক্রি হচ্ছে একশো কুড়ি পিস তেলিয়া ভোলা। মৎস্যজীবীদের জানান এই মাছটি সচরাচর মাঝ সমুদ্রে পাওয়া যায়,না এই মাছের পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খাপ,ও পেট থেকে একটি সুতো পাওয়া যায় যে সূতোটি অপারেশনের পর সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এই মাছটি সচরাচর জাপান এবং থাইলেন্ডে এক্সপোর্ট করা হয়। সেই সঙ্গে যার ট্রলারে এই মাছটি পাওয়া গেছে তিনি বলেন অনেকদিন ধরে মাছ ধরতে গেছি কিন্তু এই ধরনের মাছ আমার কপাল এই প্রথম। একসঙ্গে এত মাছ পেয়ে খুশি ট্রলার মালিক থেকে আরম্ভ করে ওই সমস্ত মৎস্যজীবীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + three =