লক্ষ্য হিংসামুক্ত নির্বাচন
সম্বল বলতে একটা সাইকেল , কিছু প্ল্যাকার্ড ,জাতীয় পতাকা , প্রয়োজনীয় জিনিসপত্র , আর অনেকটা আত্মবিশ্বাস। এগুলোকে সম্বল করেই কাঁথি থেকে দিল্লি রওনা দিয়েছেন দুই যুবক কৃষ্ণেন্দু বেরা ও অর্পণ ত্রিপাঠী। লক্ষ্য একটাই রক্তপাতহীন হিংসামুক্ত নির্বাচন। পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই হানাহানি হিংসা খুন কুকথা আর রক্তপাতের ঘটনা ঘটেই থাকে। আসন্ন নির্বাচনে এমন ছবি যাতে আর না তৈরি হয় সেজন্যই পথে নেমেছেন কাঁথির দুই যুবক। কাঁথি থেকে বিভিন্ন রাস্তায় ঘুরে আজ তারা পৌঁছান পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। পথে যেতে যেতে কখনো চায়ের দোকানে কখনো পথচলতি মানুষকে বোঝাচ্ছেন হিংসামুক্ত নির্বাচনের প্রয়োজনীয়তা। শিশুদেরকে হিংসা ও রাজনীতি রাজনীতির বাইরে রাখার কথা। এর আগে রাজ্যপালকে এই বিষয়ে স্মারকলিপি দিয়েছেন। লক্ষ্য, দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনকে হিংসামুক্ত নির্বাচন পরিচালনার আবেদন জানানো।