লখিমপুরে কৃষক হত্যা,অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে রবিবার ঘটে যায় হিংসাত্মক ঘটনা।এই হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কয়েকজন কৃষককে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনায় চার কৃষক সহ আট জনের মৃত্যু হয়েছে।কৃষক নেতা রাকেশ টিকায়েতের পক্ষ থেকে সর্বপ্রথম দাবি করা হয়েছিল যে, ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।হত্যা, অনিচ্ছাকৃত হত্যা, দুর্ঘটনা সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।অন্যদিকে, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত মৃতদের শেষকৃত্য করা হবে না। উত্তরপ্রদেশের লখিমপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়।এদিন পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় রাস্তায় পুলিশের ব্যারিকেড তৈরি হয়েছ। ইতিমধ্যে লখিমপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গোটা এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট।তবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের লখিমপুরে যেতে দিচ্ছে না যোগী সরকার।বিক্ষোভরত কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে। অভিযোগ, মন্ত্রীর ছেলে দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে।