মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিনোদিয়া গ্রামের মাঠের মধ্যে একটি লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে।মোটর বাইক নিয়ে টুটুল শেখ লরির নিচে চলে যায় এবং সঙ্গে সঙ্গে মৃত্যু হয় টুটুল শেখের।ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ পৌঁছায় এবং দেহটাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল পাঠায়।পুলিশ সূত্রে খবর,ইট সহ ট্রাক নিয়ে কান্দি থেকে সালারের দিকে যাচ্ছিল।মোটরসাইকেলটি সালার থেকে ভরতপুরের দিকে যাচ্ছিল।উভয়ের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় শেখের। সূত্রের খবর, টুটুল শেখ ভরতপুর থানার তাল গ্রামের বাসিন্দা।সে শালা থানার রাইগ্রামে একটি বিয়ে বাড়িতে আসে।এদিন সকালে রায়গ্রাম থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।