লালবাগের নসিপুর রেল ব্রিজের জট কাটাতে মুর্শিদাবাদ প্রশাসনের সঙ্গে বৈঠক করলো শিয়ালদা রেল ডিভিশন।
শুক্রবার বিকেলে বহরমপুর সার্কিট হাউসে শিয়ালদা ডিভিশনের ডিআরএম শীলেন্দ্র প্রতাপ সিংহ সহ বিভিন্ন রেল আধিকারিক মুর্শিদাবাদ জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন । বৈঠক শেষে শীলেন্দ্র প্রতাপ সিংহ জানান, নসিপুর রেল ব্রিজের নির্মাণ অনেকদিন আগেই হয়ে গেছে। এলাকার মানুষের জমি অধিগ্রহণের টাকাও দিয়ে দেয়া হয়েছে ।তবুও প্রায় ১০০ জন জমির মালিক চাকরির জন্য দাবি করে আসছেন। কিন্তু জমি অধিগ্রহণ করার পর সেই মালিকদের চাকরি দেওয়ার কোন নিয়ম নাই রেল দপ্তরে। ফলে জেলা প্রশাসনের সহযোগিতায় ওই জমির মালিকদের সঙ্গে কথা বলবে রেল কর্তৃপক্ষ । উল্লেখ্য, ২০১০ সালে নসিপুর রেল ব্রিজের কাজ সমাপ্ত হয়ে যায়। কিন্তু মাত্র কয়েক একর জমির মালিকরা চাকরির দাবি করেন। যার ফলে আটকে যায় মুর্শিদাবাদ থেকে দিল্লি যাওয়ার রেল সড়ক পথ। মাসখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর প্রশাসনিক বৈঠকে এসে জেলা প্রশাসনকে নসিপুর রেল ব্রিজ জট কাটানোর নির্দেশ দেন । সেই নির্দেশ মাথায় রেখে জেলা প্রশাসন আজ রেল দপ্তরের সঙ্গে বৈঠক করলো।