শনিবার দুপুরে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত হলদিয়া ফারাক্কা রাজ্য সরকে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে গুড়তর আহত হলেন একাধিক যাত্রী। স্থানীয় বাসিন্দারা জানান একটি বাস কুলি থেকে বর্ধমান অভিমুখে যাচ্ছিল এবং ওপর একটি বাস বর্ধমান থেকে কুলি অভিমুখে আসছিল নিয়ন্ত্রণহীন অবস্থায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে গুরুতর আহত হয় একাধিক যাত্রী স্থানীয়রা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই তাদেরকে উদ্ধার করে কান্দি মহুকমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় অন্যদিকে ঘটনা জেরে বেশ কিছুক্ষণ হলদিয়া ফারাক্কা রাজ্য সরক। পরে বড়ঞা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে।