শনিবার সকাল থেকে কাঁকসা থানা প্রাঙ্গণে ৩০০ জন কে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
কাঁকসা ব্লকে স্বাস্থ্য দফতরের সহযোগিতায় শনিবার সকাল থেকেই বুস্টার ডোজ নেওয়ার জন্য লাইনে দাঁড়ান পুলিশকর্মীরা ও সিভিক ভলেন্টিয়াররা। পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সবার প্রথমে প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি যে সমস্ত মানুষের বুস্টার ডোজ নেওয়ার সময় হয়ে গেছে তাদের সকলকে বুস্টার দোষ দেওয়া হবে। বুস্টার ডোজ নিতে পেরে খুশি কাঁকসা থানার পুলিশ কর্মীরা ও সিভিক ভলেন্টিয়ার।