শনিবার ৩০ শে জানুয়ারি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকাল ১০টা ৪৫মিনিটে ইসকনের তৈরি হেলিপ্যাডে নামবেন সেখান থেকে ৩০০ মিটার পায়ে হেঁটে চন্দ্রোদয় মন্দির যাবেন তার যাত্রাপথে এবং সেই সময় মন্দিরে সাধারণের প্রবেশ নিষেধ তার যাত্রাপথটি ব্যারিকেড দেয়া হয়েছে বাঁশ দিয়ে। মন্দির ও বিগ্রহ দর্শন করে তিনি অল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হবেন এরপর নবদ্বীপ এবং মায়াপুর মঠ মন্দির গুলির বিভিন্ন গোস্বামী ও গুরুদেব সঙ্গে একটি আলোচনা সভা রয়েছে তার। এরপর সেখানে প্রসাদ গ্রহণ করে ২ টো নাগাদ ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ইসকনের মায়াপুর মন্দিরের আসার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা এবং মায়াপুরের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা সমস্ত কিছু খতিয়ে দেখছেন যাতে তার নিরাপত্তার কোন ত্রুটি না থাকে। তার এই কর্মসূচিতে দলীয় কর্মীরা মন্দিরের বাইরে থাকতে পারবেন।
Home জেলা