রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের ব্যাহত হবে রেল পরিষেবা। আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল। রেলওয়ে ট্র্যাকের ওপর আরসিসি বক্স ও বেস স্ল্যাবের কাজের জন্য আগামীকাল, রবিবার, ২২ ডিসেম্বর সাড়ে ৬ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে। পূর্ব রেল খবর, কাজ হবে কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে ১১৩/ই লেভেল ক্রসিং গেটের কাছে। রবিবার সকাল ১০.১৫ থেকে বিকেল ৪.৪৫ পর্যন্ত চলবে কাজ। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা ধরে হবে কাজ। যার ফলে ব্যাহত হবে রেল পরিষেবা। এবং শনিবার শিয়ালদা-লালগোলা আপ, রবিবার কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা আপ বাতিল থাকবে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত রাখা হবে। সূচি বদলে চলবে কিছু ট্রেন।
এদিকে, হাওড়া ডিভিশনেও রেল পরিষেবা নিয়ে বড় আপডেট দিয়েছে ভারতীয় রেল। হাওড়া স্টেশনের অদূরে ১৯০৩ সালে নির্মিত বেনারস সেতু সংস্কারের কাজ শুরু করেছে পূর্ব রেল। তার জেরেই বহু ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদুর্ভোগ চরমে উঠবে বলেই আশঙ্কা। সেতু সংস্কারের কাজ শেষ হলে ট্রেন পরিষেবা আরও ভাল হবে বলেই দাবি করছে রেল।