শন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর ,ছেঁড়া হল দলীয়পতাকা।
বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের কাটিয়াহাটের ঘটনা।তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, রেশন ডিলার গফফার সরদার, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার আনারুল সর্দারের বাড়ি থেকে রেশনের যাবতীয় মাল দেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার সকাল ১০টায় রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বসিরহাট স্বরুপনগর কাটিহাট এলাকায় দফায় দফায় রাস্তা অবরোধ করে তৃণমূলের এক গোষ্ঠী।পাল্টা অপর গোষ্ঠী তৃণমূল কর্মীদের মারধর ও দলীয় পতাকা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে পরে।ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেন। এই ঘটনার জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বেরিয়ে এলো। তৃণমূল কর্মীর সাহেব সরদারের অভিযোগ, রেশনের মাল কেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারের বাড়ি থেকে বিতরণ করা হবে। সরকার ঘোষণা করেছে দুয়ারে রেশন।আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মেম্বার আনারুল সরদার বলেন, পরিকল্পনা ও চক্রান্ত করে তাদেরকে ফাঁসানো হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ পাল্টা অভিযোগে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে আটলিয়া গ্রাম পঞ্চায়েতে।
