শহরে ফের ডায়রিয়ার প্রকোপ,আক্রান্ত ৮।

শহরে ফের ডায়রিয়ার প্রকোপ,আক্রান্ত ৮।

পুজো মিটতেই ডায়রিয়ার প্রকোপ শহরে।বাঁকুড়া শহরের ৪ নং ওয়ার্ডের ময়রাবাঁধ হাড়ি পাড়া এলাকায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮ জন।হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫ জনকে বলেই দাবি এলাকাবাসীর।পুজো মিটতেই ময়রাবাঁধ হাড়ি পাড়া এলাকায় প্রতিবেশীদের মধ্যে বেশ কয়েক জন পেট ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয়। এরপরেই একই উপসর্গ নিয়ে সেই সংখ্যা বাড়তে শুরু করে। সবমিলিয়ে ওই এলাকায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলেই দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই ৪ থেকে ৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।বছর ৫০ এর এক মহিলার মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন এলাকার মানুষ। এরপরেই এলাকায় আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে।ডায়রিয়ায় আক্রান্ত এলাকায় বাঁকুড়া পুরসভার তরফে স্বাস্থ্য টিম পৌঁছে যায়। আক্রান্তদের বাড়ি ঘুরে তাদের শারিরিক পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় মেডিসিন সরবরাহ করা হয়। নতুন করে কেউ আক্রান্ত হলে পুরসভার স্বাস্থ্য কর্মীদের খবর দেওয়ার কথা বলা হয়। এলাকার মানুষকে ওআরএস(ORS) সরবরাহ করা হয়েছে পুরসভার তরফে। পুরসভার প্রাথমিক অনুমান, জলের থেকে এই ডায়রিয়ার প্রকোপ। তবে খাদ্য বিষক্রিয়া থেকে এই রোগ ছড়িয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুরসভা।ব্যবহার করা পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয় পুরসভার তরফে।পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করা হয় পুরসভার তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =