ডেঙ্গুতে মৃত্যু হলো দক্ষিণ দমদম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড ডক্টর এম এন সাহা রোডের বাসিন্দা দশম শ্রেণীর মেধাবী ছাত্র সায়ন হালদারের।
পরিবার সূত্রে খবর গত সপ্তমীর দিন থেকে প্রবল জ্বর আসে সঙ্গে মাথা এবং গা হাত পা ব্যথা শুরু হয় ওই ছাত্রের, স্থানীয় দক্ষিণ দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানেই ডাক্তার শারীরিক চিকিৎসা করানো হয় প্যারাসিটামল এবং লিকুইড খাবার নির্দেশ দেন, তিন দিন বাদে শারীরিক পরীক্ষা করাতে হবে এমনটাই জানান বলে দাবি পরিবারের, সেই মতো পরিবারের পক্ষ থেকে প্যারাসিটামল এবং লিকুইড খাবার দেওয়া হচ্ছিল, এরপরই শারীরিক অবস্থার অবনতি হলে নবমীর দিন বিভিন্ন টেস্ট করানো হয় এবং দশমীর দিন রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে, গতকাল থেকে গতকাল শারীরিক অবস্থার অবনতি প্রবল জ্বর সঙ্গে বমি কারণে নিয়ে যাওয়া আরজি কর হাসপাতালে রাত আটটা নাগাদ, সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় ছাত্রের, এলাকায় শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − two =