দুর্গাপুজোর পরে দ্বাদশীর দিন বীরভূমের শান্তিনিকেতনের কঙ্কালীতলা সতী পিঠে আয়োজিত হল কুমারী পুজো। এদিন সকালে কঙ্কালীতলায় একটি গাছের নিচে ৫১ সতি পিঠের কথা মাথায় রেখে সংকল্প করে ৫১ কুমারীকে পুজো করা হলো। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে লাল বাবা ঠাকুর তিনি স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। যা এখনও চলে আসছে। মায়ের কাছে প্রথমে সংকল্প করা হয় এবং তারপরেই ৫১ কুমারীর পুজো করা হয়। দূর্গা পূজার পরে শান্তিনিকেতনের এই কঙ্কালীতলায় কুমারী পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান বহু পুন্নার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =