শান্তিপুরের বিধায়কের উদ্যোগে ইফতার-এ-ম‍্যাহফিল।

শান্তিপুরের বিধায়কের উদ্যোগে ইফতার-এ-ম‍্যাহফিল।

পবিত্র রমজান মাসে সম্প্রীতির বাঁধন।শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ‍্যে সংখ‍্যানঘু সম্প্রদায়ের সঙ্গে এক ইফতার- এ-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।শান্তিপুর ব্লক এবং টাউনের বহু সংখ্যক মুসলিম ভাই এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং তাদের সাথে শান্তিপুরের নবনিযুক্ত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী একসাথে পবিত্র নামাজ পাঠ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ ,রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণী কুমার রায়, চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান ,নদিয়া জেলা এসসি এসটি সেলের সভাপতি অসীম কুমার মন্ডল সহ একাধিক শীর্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এদিন ইফতার-এ-মাহফিল অনুষ্ঠানের শেষে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সমস্ত রোজা রাখা ভাইদের সাথে একত্রিতভাবে ইফতার করলেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান জানাচ্ছেন ,এর আগেও শান্তিপুরে আসা হয়েছে।তবে এই প্রথম কোনো ইফতার অনুষ্ঠানে আসা এবং এসে খুবই ভালো লাগছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান ,সবাইকে একত্রিত হয়ে সম্প্রীতির বাঁধন আরো শক্ত করতে।অপরদিকে মেন্টর বাণী কুমার রায় জানাচ্ছেন, “এর আগেও ইফতারে এসেছি। শান্তিপুরে তখন বিধায়ক ছিলেন জননেতা অজয় দে।কিন্তু এবার ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে ইফতার পার্টি হচ্ছে এবং তা সত্যিই অভাবনীয়।

বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানাচ্ছেন,সর্বধর্ম সমন্বয় করে এই ইফতার পার্টির আয়োজন করেছি।সম্প্রীতির বাঁধন আরো শক্ত করার লক্ষ্যেই এই আয়োজন।তৎসহ শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ জানাচ্ছেন ,শান্তিপুর সংস্কৃতির শহর তাই এখানে সর্বধর্ম সমন্বয়ের আমরা উৎসবে মেতে উঠি। শান্তিপুর মতিগঞ্জ মোর সংলগ্ন গীতা প্যালেস লজে এই ইফতার-এ-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্বভাবতই এই ইফতার অনুষ্ঠানে এসে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা অনেকটাই আপ্লুত এবং খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =