শান্তিপুরে এক যুবকের সুইসাইড নোট লিখে আত্মহত্যা ঘিরে, চাঞ্চল্য

ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুরের ৮ নম্বর ওয়ার্ডের ওস্তাগার লেন বেরপাড়া বুড়ো বারোয়ারি সংলগ্ন এলাকায়। জানা যায় পিতা-মাতার একমাত্র সন্তান নাম আসিফ ইকবাল শেখ ডাক নাম সুমন, বয়স ২৮। শান্তিপুরের এই একটি রাইস মিলের সিকিউরিটির কাজ করতেন সে, পারা এবং বন্ধু মহলে ধীরস্থির এবং ঝামেলা ঝঞ্ঝাট এগিয়ে যাওয়ার ছেলে হিসেবে পরিচিত। গতকাল রাত বারোটা নাগাদ বাবা মায়ের সাথে একসাথে খাওয়া-দাওয়া সেরে পাশে নিজের ঘরে ঘুমোতে যায় আজ সকালে মা ডেকে সাড়া না পাওয়ায় বাবা এবং প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে লক্ষ্য করেন আসিফের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ এরপর শান্তিপুর থানায় খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে মেডিক্যাল করে ময়নাতদন্তের জন্য পাঠান আসিফের মোবাইল দুটি এবং একটি সুইসাইড নোটের ডায়েরি পুলিশের হাতে তুলে দেয় পরিবার এলাকার অনেকের অনুমান মোবাইল এবং কল রেকর্ডিং সার্চ করলে পরিষ্কার হবে রহস্য, তবে সুইসাইড নোটে ঠিক কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে প্রশাসনের কাছ থেকে এখনও জানা যায়নি। তদন্তে শান্তিপুর থানার পুলিশ আসিফের মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =