শান্তিপুরে কালী পুজোর মন্ডপে দুষ্কৃতী তাণ্ডব।
শান্তিপুরে কালী পূজার মন্ডপ ঘিরে অশান্তি।মঙ্গলবার রাতে শান্তিপুর মাঠপাড়া একটি কালীপুজো মণ্ডপে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। বোমাবাজি মারধরের অভিযোগও উঠেছে।মারের আঘাতে এক যুবককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বোমাবাজির ফলে অন্য এক শিশুর বোমার স্প্লিন্টার লাগে।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ১২টা নাগাদ তোপ কালী সার্বজনীন পূজা মন্ডপে জনাকয়েক দুষ্কৃতী মোটরসাইকেলে করে আসে এবং তাদের মুখ ঢাকা ছিল।তারা হঠাৎই তান্ডব চালায় প্যান্ডেলে। লাইট এবং পাশে দুটি চালা ভাঙচুর করে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে পুজো কমিটির এবং এলাকার মানুষ।