গৃহস্থ বাড়ির রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার বিষধর।
রান্নাঘর থেকে উদ্ধার কালাচ সাপ। পরিবারের ব্যাপক আতঙ্ক।জানা যায়, মঙ্গলবার সন্ধ্যাকালীন শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারাগর এলাকার একটি গৃহস্থবাড়ির রান্না ঘরের ভেতরে বিষধর কালাচ সাপ টিকে লক্ষ্য করে পরিবারের লোকজন।এরপর আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়ে পরিবারের সদস্যরা। খবর দেয় বনদপ্তরকে।পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে।খবর পাওয়া মাত্রই ওই গৃহস্থবাড়িতে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে।উদ্ধারকাজের শেষে উদ্ধারকারী অনুপম সাহা জানান, এ বছরে এই প্রথম বিষধর কালাচ সাপ উদ্ধার করা হলো।যদিও ওই গৃহস্থ বাড়ির সদস্যদের পাশাপাশি গোটা শান্তিপুরবাসিকে বিষধর কালাচ সাপ থেকে সচেতন থাকার বার্তা দেন উদ্ধারকারী অনুপম সাহা।তবে ওই বিষধর কালাচ সাপ উদ্ধার হওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস গোটা পরিবারে।