শান্তিপুরে দুয়ারে বিধায়ক,দুয়ারে জাতিগত শংসাপত্র প্রদান।

শান্তিপুরে দুয়ারে বিধায়ক,দুয়ারে জাতিগত শংসাপত্র প্রদান।

শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে বাগআঁচড়া প্রাইমারি স্কুলে দুয়ারে বিধায়ক প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি, উপজাতি মানুষদের জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হল।এই অনুষ্ঠান থেকে ৫০ জন মানুষকে জাতিগত শংসাপত্র প্রদান করা হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ,শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক ,শান্তিপুর এসসি এসটি সেলের সভাপতি সুব্রত সরকার এবং বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ধারা সহ বাগআঁচড়া পঞ্চায়েত সভাপতি সুদর্শন ধারা ও অন্যান্য কর্মী-সমর্থকরা। স্বভাবতই বিধায়কের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন, বাগআঁচড়া অঞ্চলের আপামর জনগণ। তার সাথে সাথেই বিধায়কের কার্যক্রমকে তারা ‘দুয়ারে শংসাপত্র প্রদান’ বলেও আখ্যা করছেন।এই অনুষ্ঠান থেকে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ঘোষণা করলেন, শুধু দুয়ারে শংসাপত্র নয়,এর পরবর্তী ক্ষেত্রে দুয়ারে রেশন কার্ড প্রকল্পও শুরু হবে। সাধারণ মানুষের যাতে কোনো হয়রানি না হয় এবং তারা যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়,সে দিকে লক্ষ্য রেখেই তার এই জনদরদী উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 14 =