শান্তিপুরে ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২০২১’ ,উদযাপনে বিজেপি।

শান্তিপুরে ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২০২১’ ,উদযাপনে বিজেপি।

‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২০২১’ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন বিজেপির।অনুষ্ঠানের সূচনা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।শনিবার শান্তিপুর কাশ্যপপাড়া এলাকায় এক পদযাত্রার মধ্যে দিয়ে এই দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করল বিজেপি।এরপর শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড মোড়ে একটি সভার আয়োজন করে বিজেপি।এদিন এই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপির যুব মোর্চার একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিকের অংশগ্রহণকারী খেলোয়াড় সোমা বিশ্বাস।এছাড়া উপস্থিত ছিলেন জেলার যুব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শাহনাজ রহমান।এদিন এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় সোমা বিশ্বাস বলেন, “সবার আগে শরীর। শরীর সুস্থ থাকলে তবেই সুন্দরময় জীবন গড়ে তুলতে পারবেন সবাই।প্রাথমিকভাবে শরীরচর্চার জন্য প্রতিদিনই প্রত্যেক মানুষের দৌড় অভ্যাস করা উচিত।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হলাম।প্রতিদিনই আমরা দৌড় অভ্যাস করব।” এছাড়াও বিজেপির আয়োজিত সভা থেকে প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় সোমা বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + five =