শান্তিপুরে হাই ড্রেনে পড়ে মৃত‍্যু এক বৃদ্ধের।

মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শান্তিপুর নবীন পল্লী দালাল পাড়ায়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাইড্রেন খোলা অবস্থায় পরে থাকার কারণেই বৃদ্ধ পড়ে যায়।এইভাবে মর্মান্তিক মৃত্যু।ঘটনাটি শান্তিপুর নবীন পল্লী দালাল পারার।মৃত বৃদ্ধের নাম কার্তিক রায়, বয়স আনুমানিক৭২ বছর।জানা যায়, মঙ্গলবার রাত দশটা নাগাদ ওই বৃদ্ধ সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই অসাবধানতাবশত সাইকেল থেকে পড়ে যায় ওই হাই ড্রেনে। হাই ড্রেনের গভীরে পড়ে যাওয়ার কারণে বৃদ্ধের মাথার এক অংশে গুরুতর আঘাত লাগে।হাই ড্রেনের ভেতরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকে বৃদ্ধ। খবর পেয়ে পরিবারসহ এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এসে হাইড্রেন থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার হাইড্রেনটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে রয়েছে। যার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর আগেও অনেকেই ড্রেনের ভেতরে পড়ে গিয়ে আহত হয়েছে।দীর্ঘদিন শান্তিপুর পৌরসভাকে জানিয়েছেন এলাকাবাসী। কিন্তু কোনরকম ব্যবস্থা গ্রহণ করেনি শান্তিপুর পৌরসভা।বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =