গ্রেপ্তার হলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ সকালেই CBI-এর বিশাল বাহিনী অনুব্রতর বোলপুরের নীচুপট্টির বাড়িতে হানা দেন। তাঁদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি গেটে মোতায়েন করা হয় জওয়ানদের। তারপর প্রায় এক ঘণ্টা ধরে টানটান উত্তেজনার শেষে অবশেষে গ্রেপ্তার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কেষ্ট। CBI আধিকারিকেরা একেবারে বাড়ির ভিতরে দোতলায় অনুব্রতর ঘরে গিয়ে তাঁকে গ্রেপ্তারি পরোয়ানাতে স্বাক্ষর করিয়ে গ্রেপ্তার করেন। দাপুটে তৃণমূল নেতার শেষ পরিণতি দেখতে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন বেশ কিছু মানুষ।
Home জেলা
