শালবনীতে কাজে গিয়ে সন্ধ্যার পর নিখোঁজ ব‍্যক্তি, ভাঙাপোল এর তলায় সাইকেল জুতো উদ্ধার।

শালবনীতে কাজে গিয়ে সন্ধ্যার পর নিখোঁজ ব‍্যক্তি, ভাঙাপোল এর তলায় সাইকেল জুতো উদ্ধার।

 

সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে যাওয়ার জন‍্য।এরপর ওই দিন সন্ধ‍্যার পর থেকেই গত তিনদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক ব‍্যক্তি।গত সোমবার শালবনির শাবড়া এলাকার বাসিন্দা বাদল মাহাতো(৫২) ভগবতীচক এলাকায় কাজে গিয়ে আর ফেরেননি।পরদিন গ্রামের পাশে রাস্তায় একটি ভাঙা পোলের নিচে কলাই চন্ডী জলাশয়ে তার ভাসমান জুতো উদ্ধার হয়।গ্রামবাসীরা সন্দেহ করে খোঁজ করতে জলাশয় থেকে সাইকেল উদ্ধার হয়েছে।তারপর থেকেই দফায় দফায় খোঁজ শুরু হয়েছে পুলিশ প্রশাসন ও গ্রামবাসীদের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল থেকে চলছে বিপর্যয় মোকাবিলা দপ্তর এর তল্লাশি।গ্রামবাসীদের একাংশের দাবি, দীর্ঘদিনের জীর্ণ পোল থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারে ওই ব‍্যক্তি। কারণ ওই ভাঙ্গাপোল এর কারণে বহুবার দুর্ঘটনা ঘটেছে এর আগেও। প্রতিশ্রুতি দিয়েও ওই রাস্তাটির সংস্কার না হওয়ায় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।বাদল মাহাতোকে খোঁজা ও ওই রাস্তা সহ পোল সংস্কারের দাবিতে পোস্টার লাগিয়েছেন গ্রামবাসীরা।উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =