শাসনের ঘটনায় অভিযুক্তদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের

ঘটনায় যুক্ত হিসাবে ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ । ইয়ামিন মন্ডল, দিলীপ ঘোষ, রবিন ঘোষ ও পঞ্চানন মন্ডল কে আজ বারাসত আদালতে তোলা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে ৪৪৮,৩০৮,৪২৭,৫০৬ ও ৩৪ ভারতীয় ধারায় মামলা করা হয়েছে । এছাড়াও ৯বি আই ই ধারায় মামলা রুজু করা হয়েছে । যদিও ইয়ামিন মন্ডলের পরিবারের দাবি পুরনো এক খুনের মামলায় অভিযুক্ত ছিল তাদের পরিবারের সদস্যরা সেই মামলায় মুক্ত পাওয়ার পর তারা যখন গ্রামে প্রবেশ করতে চায় ,কিন্তু গ্রামে প্রবেশ করতে দেয় না স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এরপরে হাইকোর্ট থেকে তাদেরকে গ্রামে প্রবেশের নির্দেশ দেওয়া হয় । তারা যাতে এলাকায় প্রবেশ না করতে পারে সে কারণেই গত পরশু রাতে স্থানীয় অঞ্চল সভাপতি দিকে আঙুল তুলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন নিজেরাই এলাকায় বোমাবাজি করে মোতালেব গোষ্ঠীর অনুগামীদের ফাঁসানো হয়েছে । ঘটনার সাথে কোনভাবেই যুক্ত ছিল না অভিযুক্তরা। এদের আরো দাবি 2009 সালে তৎকালীন শাসকদল সিপিএম এর হাত থেকে শাসনকে তৃণমূলের হাতে তুলে দিতে এরাই ছিল মূল কান্ডারী । পুনরায় তারা এলাকায় ফিরে আসলে যদি বিরোধী রাজনৈতিক দলের উত্থান হয় সে কারণেই বোমাবাজি করে তাদেরকে ফাঁসানো হয়েছে । সঠিক বিচারের দাবি করেছেন পরিবারের সদস্যরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 5 =