শিক্ষকের কাছে বিদ‍্যালয়ে ভর্তির আর্জি নিয়ে রাস্তায় নামল খুদে পড়ুয়ারা।

শিক্ষকের কাছে বিদ‍্যালয়ে ভর্তির আর্জি নিয়ে রাস্তায় নামল খুদে পড়ুয়ারা।

বসিরহাট মহকুমার টাকি রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ‍্যালয়ের চতুর্থ শ্রেণী উত্তীর্ণ ছাত্ররা টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণীতে ভর্তির আর্জি নিয়ে হাতে প্ল‍্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হল। মিশনের নির্দেশিকা অনুযায়ী, মোট ১০০ জন ছাত্রের মধ‍্যে মেধা অনুযায়ী প্রথম ৫০ জন ছাত্রকে সরাসরি পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। আর বাকি ৫০ জনকে অন‍্যান‍্য বিদ‍্যালয়ের ছাত্রদের মতো প্রবেশিকা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।এই নির্দেশিকা আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক সহ খুদে পড়ুয়ারা। রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, টাকি রামকৃষ্ণ মিশনের প্রাথমিক বিভাগের ১০০ জনকেই পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে। টাকি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে আসা নির্দেশিকা অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। সর্বোচ্চ মঠ ও মিশনের মহারাজরা এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =