শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় তৃণমূলের গোটা দলটাই যুক্ত বলে দাবি করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বহরমপুর- শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় তৃণমূলের গোটা দলটাই যুক্ত বলে দাবি করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পার্থ বাবুর মত প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন। রবিবার দুপুরে মুর্শিদাবাদের ফারাক্কায় গণ কনভেনশনে ডাক দিয়েছে সিপিআইএম সেই কনভেনশনে যোগ দিতে কলকাতা থেকে রেলপথে বহরমপুর এসে পৌঁছান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বরমপুর রেলস্টেশন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ বাবু বলেন, এসএসসি কাণ্ডে ঠিকঠাক তদন্ত হলে তৃণমূলের গোটা দলটাই যে দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা প্রমাণিত হবে। ফলে সাধারণ মানুষকে ভাবতে হবে যে তারা দুর্নীতির সঙ্গে আপোষ করে চলবেন , না রাস্তায় লড়াই করতে নামবেন। মানুষ যাতে সঙ্ঘবদ্ধ হয়, মানুষ যাতে লড়াই করে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মুর্শিদাবাদের ফরাক্কার কৃষকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে যার পেছনে রয়েছে মোদি, আদানি এবং তৃণমূল সরকার। সেই প্রতিবাদেই গণ কনভেনশন মঞ্চে উপস্থিত হবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।