শিক্ষক-শিক্ষিকা নিগ্রহের প্রতিবাদে রাস্তায় নামলেন বহরমপুরের একটি গার্লস স্কুলের শিক্ষিকারা।
বহরমপুরে শিক্ষক-শিক্ষিকা নিগ্রহের প্রতিবাদে রাস্তায় নামলেন বহরমপুরের একটি গার্লস স্কুলের শিক্ষিকারা। বুধবার বিকেলে বহরমপুর শিল্প মন্দির গার্লস হাইস্কুলের শিক্ষিকারা এক মৌন মিছিলের আয়োজন করেন। ওই গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মৃন্ময়ী ঘোষ বলেন, দক্ষিণ দিনাজপুরের স্কুল শিক্ষিকাকে নিগ্রহ এবং মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক প্রধান শিক্ষককে নিগ্রহের প্রতিবাদে তাঁরা মিছিল করছেন। শিক্ষার অবক্ষয়ের কারণেই শিক্ষক শিক্ষিকা নিগ্রহ চলছে বলে তিনি মনে করেন। সেই প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাঁরা। উল্লেখ্য, গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়ার পদ্মনাভপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাইনুল ইসলামকে এক ছাত্রের অভিভাবকরা স্কুলের মধ্যেই মারধর করেন। ওই হাই মাদ্রাসার ছাত্রীদের হোস্টেলে পাঁচিল টপকে উঁকি ঝুঁকি মারার অভিযোগ উঠেছিল এক ছাত্রের বিরুদ্ধে। সেই ছাত্রের অভিভাবকদের ডেকে বিষয়টি বোঝানোর সময় প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সেই প্রতিবাদে বুধবার বহরমপুরের রাস্তায় মৌন মিছিল শুরু করলেন বহরমপুর শিল্প মন্দির গার্লস হাই স্কুলের শিক্ষিকারা।