শিক্ষার পথে বাধা অর্থনৈতিক পরিস্থিতি, এগিয়ে এলো প্রয়াস ওয়েলফেয়ার।

শিক্ষার পথে বাধা অর্থনৈতিক পরিস্থিতি, এগিয়ে এলো প্রয়াস ওয়েলফেয়ার।

বিগত দুবছর ধরে গোটা দেশ তথা বিশ্ব লড়াই করছে নোবেল করোনাভাইরাসের মতো মারণ ভাইরাসের সাথে। বিগত দুবছরে করোনা কেড়েছে বহু মানুষের প্রাণ।বহু মানুষ হারিয়েছে তাদের প্রিয়জনকে।এই করোনাভাইরাস রুখতে ২০২০ সালে শুরু হয়েছিল গোটা দেশজুড়ে কড়া লকডাউন।হঠাৎ থমকে যায় গোটা দেশ।এই পরিস্থিতি ছিল গোটা দেশবাসীর কাছে স্বপ্নাতীত।আর এই লকডাউনের সাথেই থমকে গিয়েছিল সাধারণ মানুষের রুজি-রোজগার। দেখা দিয়েছিল চরম অর্থসংকট।অর্থনৈতিক ব্যবস্থা ক্রমাগত ভেঙে পড়তে শুরু করেছিল।বর্তমান পরিস্থিতিতেও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে একাধিক পরিবারে।এই অর্থনৈতিক সংকটের প্রকোপে ভেঙে পড়েছে দেশের শিক্ষা ব‍্যবস্থা।

শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার সাথে সাথেই একাধিক শিক্ষার্থীর শিক্ষার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে এই করোনা পরিস্থিতি।তবে পরিস্থিতি যেমনই হোক, শিক্ষা ও জ্ঞানের বিকাশ যেন আটকে না যায়।তাই জ্ঞানের স্রোতের অভিমুখ হয়ে দাঁড়ালা নৈহাটির অন্তর্গত গরিফা প্রয়াস ওয়েলফেয়ার এসোসিয়েশন।প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থা শিক্ষার বিকাশে সাহায‍্যের হাত বাড়িয়ে দিল এক মেধাবী ছাত্রের দিকে।বাবা পেশায় টোটো চালক।অর্থনৈতিক পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রের পড়াশোনায়।ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রের হাতে প্রয়াস ওয়েলফেয়ার তুলে দিল কিছু শিক্ষা সামগ্রী।প্রয়াসের ছাত্রছাত্রী হয়ে অপর শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে অনেকটাই আনন্দিত তারা,এমনটাই জানালেন প্রয়াস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি সৌরাশীষ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 8 =