শিক্ষার বিকাশে ফের মানবিক প্রয়াস।

শিক্ষার বিকাশে ফের মানবিক প্রয়াস।

“শিক্ষা হলো মানুষের ভিতর যে পূর্ণতা/প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ সাধন “।স্বামী বিবেকানন্দের এই বাণীকেই জীবন স্রোতের মূল বাণী করেই এগিয়ে চলেছে প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা।মানব সেবায় ব্রতী প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও বাড়ানো হলো সাহায্যের হাত।শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের বাসিন্দা এক দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রের হাতে তুলে দেওয়া দিল শিক্ষা সামগ্রী। করোনা আবহে একাধিক বিধি-নিষেধে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে একাধিক পরিবারে।শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এই অর্থনৈতিক পরিস্থিতি।এই আর্থিক পরিস্থিতি যাতে শিক্ষার বিকাশে বাধা হয়ে না দাঁড়ায় ,প্রয়াসের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন উদ্যোগ।মূলত স্কুল-কলেজের ছাত্র, ছাত্রীদের নিয়ে গঠিত এই যুব সংগঠনের এহেন কাজকর্ম সত্যিই প্রেরণাদায়ক।ভবিষ্যতে এভাবেই মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রয়াসের যুবশক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − one =