উত্তর ২৪ পরগনার অন্তর্গত বারাকপুর সাবডিভিশনে নিরাপত্তা বাড়াতেই বেশ কয়েকটি নতুন থানার উদ্বোধন করা হয়।তার মধ্যে রয়েছে শিবদাসপুর থানা।এবার সেই নতুন থানায় প্রথমবার শ্যামা আরাধনার আয়োজন করা হয়।নতুন থানায় কালী পুজোর আয়োজন করা হলো।উপস্থিত ছিলেন থানার সমস্ত উচ্চপদস্থ আধিকারিক থেকে অন্যান্য পুলিশ কর্মীরা।পুজোর পাশাপাশি ভোগের আয়োজনও করা হয়।