শিব পার্বতীর বিবাহ উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম তারকেশ্বর মন্দিরে।
নীল-নীলাবতীর (শিব,দুর্গা) বিবাহ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে তারকেশ্বর মন্দির।চরকের আগের দিন ধুম ধাম করে তারকেশ্বর মন্দিরে পালিত হচ্ছে নীল ষষ্টি। মূলত নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয় দের এক লোকোৎসব, সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করেন মহিলারা।সকাল থেকেই বাবার মাথায় জল ঢালতে এবং বাতি জ্বালাতে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে তারকেশ্বর মন্দিরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।