শিয়ালদাহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে বেতবেরিয়া স্টেশনে ট্রেন অবরোধ।
ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। এদিন সকালে আপ ক্যানিং শিয়ালদহ লোকাল আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। আপ ক্যানিং শিয়ালদহ ৫.৫০ এর ট্রেন বাতিল করার প্রতিবাদে চলছে বিক্ষোভ। যদিও রেল দপ্তরের তরফ থেকে আগে জানানো হয়েছিল মালগাড়ি ঢোকার কারণে নির্দিষ্ট কয়েকটি ট্রেন বাতিল থাকবে। কিন্তু তবুও কিছু যাত্রী এদিন সকালে সময়মতো ট্রেন না পেয়ে ওভার হেডের তারে কলাপাতা ফেলে অবরোধ শুরু করে। পাশাপাশি ট্রেনের গতি পথ আটকে চলছে বিক্ষোভ।