শিলিগুড়িতে ফিরল সতপাল রাইয়ের কফিনবন্দি দেহ ।
তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় নিহত দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের নিরাপত্তারক্ষ্মী দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা শহীদ সৎপাল রাইয়ের পার্থিব দেহ আজ সেনাবাহিনীর বিশেষ বিমানে দিল্লী থেকে বাগডোগরা আনা হয়। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে ব্যাঙডুবি সেনা ছাউনিতে তাকে সেনাবাহিনীর তরফে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়ি দার্জিলিংয়ে তাকদায়। জানাগেছে আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সৎপাল রাইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিন ব্যাঙডুবি সেনা ছাউনিতে শহীদক সতপাল রাইকে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানান তার স্ত্রী মন্দিরা রাই,ছেলে বিকল রাই দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা , শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারীরকরা।
আজ ব্যাঙডুবি সেনাছাউনিতে শহীদ হাবিলদার সতপাল রাইকে শেষ শ্রদ্ধা জানানোর পর তারপার্থিব দেহ নিয়ে তার পরিবারের লোকেরা দার্জিলিংয়ের তাকদার উদ্দেশ্যে রওনা দেয়। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।
