ফের ভয়াবহ দুর্ঘটনা! এক বছর আগের করমণ্ডলের স্মৃতি উস্কে আজ ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটে।লাইনচ্যুত হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা।ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে।সূত্রে খবর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫। আহত প্রায় ৬০।এদিন পিএমও-র ট্যুইটে পোস্ট করে ‘প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড’ থেকে মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।ইতিমধ্যেই গোটা দুর্ঘটনায় মালগাড়ির চালককেই দায়ী করলো রেল। ইতিমধ্যেই বিজেপি নেতা রাজু বিস্ত তিনি এসে পৌঁছেছেন ঘটনাস্থলে।রেলের তরফেও ক্ষতিপূরণের ঘোষণা রেলমন্ত্রীর।মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা,গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা,ও কম আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।