শিলিগুড়িতে গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের
জানাগেছে, এদিন রাতে বাগডোগরার মুনি চাবাগানের কাছে ৩১নং জাতীয় সড়কের ওপর মৃত অবস্থায় একটি চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক পথ চলতি মানুষ। তিনিই খবর দেন বাগডোগরা থানায়। খবর দেওয়া হয় বাগডোগরা বন বিভাগের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা থানার ট্রাফিক গার্ড ও বাগডোগরা বনবিভাগের কর্মীরা। তারাই চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যায় বেঙ্গল সাফারি পার্কে সেখানেই ময়না তদন্ত হবে চিতা বাঘটির দেহ। চিতাবাঘটির মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। বাগডোগরা বনদফতরের রেঞ্জ অফিসার সমীরণ রাজ বলেন, জাতীয় সড়ক পারাপার করার সময় গাড়ির ধাক্কাতেই সম্ভবত প্রান গিয়েছে চিতাবাঘটির। ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারন জানা যাবে। গত এক মাসে এই এলাকাতেই রাস্তা পারাপার করতে গিয়ে মৃত্যু হয়েছে তিনটি চিতা বাঘের। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় একের পর এক চিতাবাঘের মৃত্যুতে উদ্বিগ্ন বনদফতর।