শিলিগুড়িতে নেতাজির মূর্তিতে সানগ্লাস পরানো দেখতে পেয়ে বিস্মিত শহরবাসী
আজ সকালে শিলিগুড়ির সুভাষ পল্লীতে নেতাজি মোড়ে নেতাজির মূর্তিতে দেখা যায় নেতাজির মূর্তিতে সানগ্লাস পরানো।কে বা কারা একটা সানগ্লাস পরিয়ে দিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনা জানতে পেয়ে বিস্মিত হয়ে পড়ে। ধীরে ধীরে ঘটনাস্থলে লোকসমাগম বাড়তে থাকে। প্রত্যেকেই তীব্র প্রতিবাদ করে নেতাজির মতন মহান মনীষীর মূর্তীতে যে এই জঘন্য কাজ করেছে তার বিরুদ্ধে সোচ্চার হন তারা।
সামনেই শিলিগুড়ি পুরো নিগমের নির্বাচন এবং আগামীকাল দেশের প্রজাতন্ত্র দিবস তার আগেই এই ধরনের কাজে প্রত্যেক রাজনৈতিক দলই এই ঘটনাকে হাতিয়ার করতে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছে যায়
বামফ্রন্টের প্রবীণ নেতা তথা শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি জানান এটা নিকৃষ্টমানের ও জঘন্য রুচির কাজ। শিলিগুড়ি সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষের রুচিবোধ ধীরে ধীরে কমে যাচ্ছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূল নেতা রঞ্জন সরকার ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং নেতাজির মূর্তিতে যারা এই ধরনের কাজ করেছে তাদের শাস্তির দাবি করেন। তিনি নেতাজির মূর্তিতে মাল্যদান করেন আসেন। গৌতম দেব কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বাড়িতেই আছেন। তিনি এই খবর জানতে পেরেই তৎক্ষণাৎ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।