শিলিগুড়িতে রাস্তায় দাপিয়ে বেড়ালো মস্ত দাঁতাল।
পাহাড়ি পথে হাতির হানা। ভরদুপুরে রোহিনীর রাস্তায় দাপিয়ে বেড়ালো এক মস্ত দাঁতাল। সোমবার দার্জিলিং যাওয়ার এই রোহিনীর রাস্তায় আচমকা হাতির আগমনে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। রাস্তায় দাঁড়িয়ে যায় সারি সারি পর্যটকদের গাড়ি। জানাগেছে, এদিন দুপুরে পানিঘাটা জঙ্গল থেকে বেড়িয়ে একটি দাঁতাল হাতি চলে আসে রাস্তার ওপর। দীর্ঘক্ষন রাস্তার ওপর পায়চারি করে এই বুনো দাঁতাল। রাস্তার ওপর হাতি থাকার কারণে রাস্তার দুপাড়ে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি। বেশ কিছুক্ষণ রাস্তার ওপর পায়চারী করে ফের ফিরে যায় নিজের আস্থানায়। অনেকেই হাতি দেখে গাড়ি থেকে নেমে নিজেদের মোবাইল ক্যামেরায় ছবি তুলতে শুরু করে। পাহাড়ে যাওয়ার আগেই রোহিনীর রাস্তায় হাতি দেখতে পেয়ে খুশি পর্যটকেরা।