শিলিগুড়ি মহকুমা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল তৃণমূল প্রার্থীদের
২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে এসে মনোনয়ন পত্র দাখিল করলেন তৃণমূল প্রার্থীরা। এদিন বেলা ১২ টা নাগাদ শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ টি আসনের তৃণমূল প্রার্থীরা মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান শিলিগুড়ি মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে। মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতানেত্রী সহ কয়েকশো কর্মী সমর্থক। এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন অরুন ঘোষ, নলিনী রঞ্জন রায়, জ্যোতি তির্কি, প্রিয়াঙ্কা বিশ্বাস, কাজল ঘোষ, কিশোরী মোহন সিংহ রায়, কুমুদিনী বরাইক,আইনুল হক, রুমা রেশমি এক্কা। এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, শিলিগুড়ি মহকুমা নির্বাচনে উন্নয়নের নিরিখে নির্বাচন হবে। রাজ্যে বর্তমান সরকারের শাসন কালে সারা রাজ্যের সাথে উন্নয়ন হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকাতেও। কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে সামাজিক সুরক্ষা সহ অন্যান্য পরিকাঠামো গত উন্নয়ন হয়েছে শিলিগুড়ি মহকুমায়। এবার শিলিগুড়ি পুরনিগমের মতন মহকুমা পরিষদে তৃণমূল জয়লাভ করলে উন্নয়নের মাত্রা তিনগুন বৃদ্ধি পাবে শিলিগুড়ি মহকুমায়। একই ভাবে জয়ের বিষয়ে যথেষ্টই আশাবাদী দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ।