শিশুকে মাথায় আঘাত করে খুন করার অভিযোগ তার বাবার বিরুদ্ধে
গতকাল রাতে ডোমজুড় বাগড়া মন্ডলপাড়া থেকে একটি ৫বছরের শিশু সাহিল নামে বালকটি নিখোঁজ হয়ে যায় এবং ডোমজুড় থানায় একটি মিসিং ডেইরি করা হয় পরের দিন সকালে টিকিয়া পারে একটি নর্দমা থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। তারপর হওয়া থানার পুলিশ তদন্তে নামে। বিভিন্ন সি সি টিভির ফোটেজে খতিয়ে দেখারপর দেখা যায় শিশুটি একাই বেরিয়ে যাচ্ছে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় তার মাথায় আঘাতের চিন্হ ছিল। সেইসময় হাওড়া থানার পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জানতে পারে সাহিলের সৎ বাবা উমেশ দুবে তাকে মাথায় আঘাত করে খুন করে নর্দমায় ফেলেছিলো এবং এই সন্দেহের জেরে হাওড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এবং আজ থেকে হওয়া মহকুমা আদালতে তোলা হয়।