শিয়ালদহ ডিভিশনের ডি আর এমের সাথে বৈঠক করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
বৃহস্পতিবার এই বৈঠকে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সাথে উপস্থিত ছিলেন, শান্তিপুর রেলওয়ে প্যাসেঞ্জার ডিভিশনের সেক্রেটারি তপন চ্যাটার্জি ও প্রেসিডেন্ট নিখিল মজুমদার। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল-শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তাটি দ্রুত মেরামত করা। ৩ টি আপ ও ৩ টি ডাউন এছাড়াও ১২ বগি ট্রেন যাতে দ্রুত চালু করা যায়, অফিস টাইমে যাতে জনগণের অসুবিধা না হয়, এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শান্তিপুর থেকে বারুই পুর পর্যন্ত একটি লোকাল ট্রেন চালু করার প্রস্তাব নিয়ে শিয়ালদহ ডিভিশনের ডি আর এমের সাথে বৈঠক করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।