শীতকালীন দুর্ঘটনা এড়াতে মুর্শিদাবাদ জেলা পুলিশের অভিনব উদ্যোগ
শীত পরতেই সন্ধ্যা থেকেই কুঁয়াশার চাদরে ঢাকছে এলাকা।কুঁয়াশার কারণে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ছে পণ্যবাহী গাড়ি থেকে যাত্রীবাহী বাস।দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিল বড়ঞা থানার পুলিশ ও পথ বন্ধুরা। বৃহস্পতিবার রাতভর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গামী ব্যাস্ততম এই সড়কের বাহাদুরপুর মোড়ে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চালকদের গরম জলে হাত মুখ ধোয়ানো সহ চা, বিস্কুট খাওয়ানো হয়। পাশাপাশি চালকদের দেওয়া হয় ট্রাফিক আইনের পাঠ। প্রশাসনের এই উদ্যোগে খুশি গাড়ির চালক থেকে বাস যাত্রী সকলেই।এই উদ্যোগের ফলে দুর্ঘটনা অনেকাংশেই এড়ানো সম্ভব বলে জানালেন গাড়ির চালকেরাও।
