শুক্রবার দুর্গাপুর সিটি সেন্টারে মহকুমা শাসকের দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো জিম মালিকদের।

করোনার জেরে প্রশাসনের নির্দেশ মেনে বন্ধ রয়েছে দুর্গাপুরের সমস্ত জিম। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে জিম মালিকদের। ইতিমধ্যে সমস্ত জিম মালিকেরা প্রশাসনের কাছে করোনার বিধিনিষেধ মেনে খোলার আবেদন করেছেন।কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে দুর্গাপুর শহরের ১০৩ টে জিম বন্ধ থাকার কারণে আর্থিক অনটন দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে জিমের সাথে যুক্ত প্রায় এক হাজারেরও বেশি কর্মীদের। তাই দ্রুত জিম খোলার জন্য শুক্রবার দুর্গাপুর সিটি সেন্টারে মহকুমা শাসকের দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন জিমের মালিকরা। এদিন তারা প্ল্যাকার্ড হাতে দ্রুত জিম খেলার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। জিমের মালিকরা জানিয়েছেন প্রশাসন দুর্গাপুর শহরের সমস্ত জিম খোলার বিষয়ে সরকারি বিধি নিষেধ মেনে পদক্ষেপ গ্রহণ করুন। নচেৎ আগামী ১৫ তারিখের পর থেকে তারা ধারাবাহিক আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =