দুর্গাপুজো উপলক্ষে বাংলার বহু ক্লাবকেই ৮৫ হাজার টাকা করে সরকারি অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চিকিৎসককে ধর্ষণ ও খুনে সুবিচারের দাবিতে, রাজ্য সরকারের অনুদান না নেওয়ার কথা জানাল আরও পুজো কমিটি। উত্তরপাড়ায় শক্তি সঙ্ঘ, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটির প্রত্যাখ্যানের পথে হাঁটলেন জেলার আরও কয়েকটি পুজো উদ্যোক্তারা।

পুজোয় সরকারি অনুদানের জন্য় আবেদন করবে না বলে জানিয়েছে হুগলির তারকেশ্বরের মা শারদ জননী দুর্গোৎসব কমিটি। স্থানীয় আস্তারা গ্রামে মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই পুজো। আর জি কর-কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পুজো উদ্য়োক্তা মহিলারা। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে উত্তরপাড়া জয়কৃষ্ণ স্ট্রিটের ‘আপনাদের দুর্গাপূজা’ বারোয়ারি ও নদিয়ার বেথুয়াডহরি টাউন ক্লাবও সরকারি অনুদান প্রত্যাখানের সিদ্ধান্ত নিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + six =