দিয়েগো মারাদোনার কথা উঠলেই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে তার করা বিখ্যাত দুটি গোলের কথা চলে আসে। যেমন তার “হ্যান্ড অফ গড্” যা রেফারির চোখে ধুলো দিয়ে বল জালে জড়িয়ে ছিলেন বাপায়ের জাদুকর।বল হাত ছুঁয়ে গোল করার মাত্র চার মিনিট পরেই যে অবিশ্বাস্য গোল তিনি করে দেখিয়েছিলেন, তাতে পুরো গল্প টা হয়ে উঠেছিল গোল অফ দ্য সেঞ্চুরি ।মাঝমাঠ থেকে বল ধরে একাই ছয়জনকে কাটিয়ে দ্বিতীয় গোল করেছিলেন। যা আজও শতাব্দীর সেরা গোল হিসেবে বিবেচিত হয়।
দিয়েগো মারাদোনা ছিলো এমনই স্বাধীনচেতা, খামখেয়ালি, খোশমেজাজি একজন মানুষ। সেই জন্যেই মানুষটাকে কোনদিন নিয়মের বেড়াজালে আটকে রাখা যায়নি। যতদিন পৃথিবীর বুকে ছিলেন নিজের মতো করে বেঁচেছেন আর বাঁচতে শিখিয়ে গেছেন তার কোটি কোটি অনুরাগীদের। সে জন্যেই আজও সে বাঁচে কোটি কোটি সমর্থকের হৃদয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − two =