শুরু অলিম্পিক যাত্রা।
অবশেষে দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান।করোনা আবহের মাঝেই শুক্রবার সকাল থেকে শুরু হল টোকিও অলিম্পিক ২০২০।করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য গত বছর পিছিয়ে যায় অলিম্পিক।অলিম্পিক বাতিলের দাবি উঠেছিল জাপানজুড়ে।যদিও তীব্র প্রতিবাদ শুরু হলেও করোনা স্বাস্থ্যবিধির ঘেরাটোপে শুরু হচ্ছে এবছরের অলিম্পিক।শুক্রবার ভারতীয় সময় বিকেল ৪.৩০ মিনিটে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকের যাত্রা।ভোর সাড়ে ৫টায় তিরন্দাজি ইভেন্ট দিয়ে শুরু হল এবারের অলিম্পিকস।টোকিও অলিম্পিকের বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী।যদিও বিশ্বের এক নম্বর তিরন্দাজের শুরুটা ভাল হয়নি।৭২টি তির টার্গেটে মেরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন দীপিকা।পরের রাউন্ডে ভুটানের প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি।৬৮০ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থানে পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান।দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। যথাক্রমে জ্যাং মিনহি ৬৭৭ পয়েন্ট ও চেইয়ং কাং ৬৭৫ পয়েন্ট।যদিও এখনও আশা শেষ হয়ে যায়নি, পুরুষদের বাছাই পর্বে অলিম্পিকের শুরুর দিনেই নামবেন ভারতের তিন আর্চার- অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদ্বীপ রাই।শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।