শুরু বঙ্গের মহারণ, বিধানসভা ভোট।

শুরু বঙ্গের মহারণ, বিধানসভা ভোট।

শনিবার শুরু হয়ে গেল বিধানসভা ভোট।২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে বাংলায়।শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটি আসনে ভোটগ্রহণ শুরু হল। এর মধ্যে ২৩ টা আসনই জঙ্গলমহলের চার জেলায়,৭টা আসন পূর্ব মেদিনীপুরে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ভোটাররা।পাঁচ জেলার ৩০টি আসনে প্রথম দফার নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন।পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন জুন মালিয়া, বিজেপি থেকে রয়েছেন সমিত দাস, সংযুক্ত মোর্চা থেকে রয়েছেন তরুণ ঘোষ।অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে শালবনিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো, বিজেপির প্রার্থী রাজীব কুণ্ডু, সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ।তবে কাঁথি সহ বেশ কিছু জায়গার বুথ কেন্দ্রে ইভিএম বিকলের অভিযোগ উঠে আসছে।ফলত ভোটারদের বিক্ষোভ দেখা গেছে বুথ কেন্দ্রগুলিতে।বেশ কিছু জায়গায় রাজনৈতিক দলের কর্মীদের বিক্ষোভ দেখা যাচ্ছে।তবে,নির্দিষ্ট দূরত্ববিধি মেনে ভোটারদের লাইন দিতে দেখা যাচ্ছে।বুথ কর্মী থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করছেন।তারপর ভিতরে যাওয়ার প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।দেওয়া হচ্ছে স্যানিটাইজার ও গ্লাভস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 4 =