নদীয়ার কৃষ্ণনগর যেমন বিখ্যাত মাটির পুতুল তেমনি সরপুরিয়া,সরভাজার দেশ নামে বিখ্যাত। আর এই কৃষ্ণনগরেই রাজবাড়ির পুজোও বিখ্যাত। জগদ্ধাএী পূজা মানেই বিখ্যাত কৃষ্ণনগরের মা বুড়িমা,আর একদিকে দূর্গাপূজা মানেই কৃষ্ণনগর রাজবাড়ীর মা রাজরাজেশ্বরী, এটাই কৃষ্ণনগরের ঐতিহ্য। কৃষ্ণনগর মানে এক কথায় বলাই চলে মাটির পুতুলের দেশ।
আজ মহাষ্টমী, কৃষ্ণনগর রাজ বাড়ির অষ্টমী পুজো।আজ সকাল থেকেই ঢাকের বাদ্যি বাজার সাথে,সাথে ঘন্টা ও মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কৃষ্ণনগর রাজবাড়ীর নাট মন্দিরে ,পূজিত হলেন মা রাজরাজেশ্বরী,ও সবশেষে অঞ্জলি ও আরতির মধ্যে দিয়ে শেষ হলো মহাষ্টমীর পূজা-পাঠ। আর এই মা রাজরাজেশ্বরীর পূজায় প্রতিবছরের মতো এইবছরেও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ীতে বর্তমান উওরাধিকারী তথা রানী মা অমৃতা রায় বাহাদুর থেকে শুরু করে কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রাজা ক্ষৌরীশচন্দ্র রায় বাহাদুর ও কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রাজপুত্র মণীশ চন্দ্র রায় বাহাদুর। আর কৃষ্ণনগর রাজবাড়ীর পুজো প্রায় চারশো বছরের অধিক পুরোনো। আর এই কৃষ্ণনগর রাজবাড়ীর পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাসের ছোয়া।আজ মহাষ্টমীতে সাধারণ মানুষের আনাগোনা রাজবাড়ীতে।