শুরু হলো শতাব্দীপ্রাচীন পাথর চাপুড়ী দাতা বাবার ১৩০তম উরস মেলা

শুরু হলো শতাব্দীপ্রাচীন পাথর চাপুড়ী দাতা বাবার ১৩০তম উরস মেলা

শুরু হলো শতাব্দীপ্রাচীন পাথর চাপুড়ী দাতা বাবার ১৩০তম উরস মেলার শুভ উদ্বোধন করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক মাননীয় বিকাশ রায় চৌধুরী মহাশয়। আনুষ্ঠানিক পাথরচাপুড়ী মেলার উদ্বোধন হলো সরকারি ভাবে চলবে সাতদিন ধরে।এই মেলা জেলার দূর দূরান্তে মানুষের সমাগম হয়।এই মেলা উপলক্ষে।প্রচুর পরিমানে দোকান দোকানীরা প্রসরা সাজিয়ে হাজির ক্রেতা দের আশায় ।
উপস্থিত ছিলেন সিউড়ী বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ,বীরভূমের জেলাশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ মহকুমা শাসক ও সমস্ত প্রশাসনিক ,আধিকারিক গণ হাজির ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + five =