শুরু হল ইসকন মায়াপুর দোল উৎসব, চলবে পাঁচ দিনব্যাপী।
বুধবার থেকেই শুভারম্ভ হল মায়াপুর দোল উৎসবের পরিক্রমা।এই পরিক্রমা চলবে পাঁচ দিনব্যাপী।প্রতি বছরের ন্যায় এ বছরেও ইসকন মায়াপুরের দোল উৎসবের প্রাক্কালে ইসকন মায়াপুরের ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ ইসকন মায়াপুর থেকে পরিক্রমা শুরু করলেন। শ্রীচৈতন্যের ৫০০ বছর পূর্তি উপলক্ষে এবার দোল উৎসব অনেকটাই জাঁকজমক হওয়ার কথা ছিল।কিন্তু করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান কর্মসূচিতে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এই পরিক্রমা শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে পরিক্রমা ঘুরবে।অন্যান্য বছর বিদেশ থেকে প্রায় ১৫ হাজার ভক্তবৃন্দ ইসকন মায়াপুরে আসেন।এবার করোনার কারণে বিদেশ থেকেও কোনো ভক্তবৃন্দ আসেননি।তবে অনলাইনে মায়াপুর টিভিতে সমস্ত অনুষ্ঠান সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস।