রাজা হরিশচন্দ্র স্বপ্নাদেশ পান শেওরাফুলীর ঘাটে একদিকে সাদা একদিকে সাদা কালো একটি শিলা ভেসে এসেছে।সেই স্বপ্নদেশ পেয়েই রাজা সেই শিলা তুলে এনে প্রতিষ্ঠা করেন।পরবর্তীতে রানী রাসমনি আসেন মায়ের মন্দিরে। কথিত আছে নিস্তারিনি মায়ের সাথে দক্ষিণেশ্বরের মায়ের আদলে মিল পাওয়া যায়।মন্দিরে দুবেলা নিত্য পুজো হয়। কালী পূজার দিন মন্দির চত্বরে মানুষের ঢল চোখে পড়ার মতো।এবছর পূজোর একদিন আগেই মন্দির পরিপূর্ণ দর্শনার্থীতে।দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন মায়ের দর্শনে।