আজ, মহালয়া পিতৃ পক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা ,বিশেষত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা বা তাদের উদ্দেশ্যে জল দান করা এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। যেহেতু কাল রাত থেকেই অমাবস্যা তিথি পড়ে গিয়েছে তাই ভোর রাত থেকেই একাধিক মানুষ আস্তে শুরু করেছে । বৈদ্যবাটি শেওড়াফুলি বিভিন্ন ঘাটে আজ সকাল থেকেই মানুষের ঢল। তিল জল দিয়ে তর্পণ ই নয় , সাময়িক শ্রাদ্ধ কর্ম সবই চলছে সকাল থেকেই এবং দলে দলে মানুষ আসছেন গঙ্গা স্নান করছেন তারপর তোর কোন সেরে ফিরে যাচ্ছেন বাড়ির দিকে। সকালে শেওড়াফুল ছাতুগঞ্জ ঘাট সকালে মন্ত্রী বেচারাম মান্না আসে তর্পণ এর উদ্দেশ্যে । তাছাড়াও চাপদানির বিধায়ক অরিন্দম গুইন,বৈদ্যবাটী পৌর প্রধান পিন্টু মাহাতো থাকেন ঘট পরিদর্শনে ।